ডেস্ক: করোনার সংক্রমণের লাগাম টানতে উত্তরপ্রদেশে আরও একবার বাড়ানো হল লকডাউনের মেয়াদ। ‘করোনা কার্ফু’ ১৭ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে ১০ মে সকাল সাতটা পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল।
আরও পড়ুন: ফের রেকর্ড মৃত্যুতে, ২০ হাজার ছুঁইছুঁই দৈনিক সংক্রমণ
উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্য সচিব নভনীত সেহগাল জানিয়েছেন, রাজ্যে করোনা কার্ফু ১৭ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এই পর্বে ছাড় থাকছে অত্যাবশ্যক ও চিকিৎসা সংক্রান্ত পরিষেবায়। সমস্ত দোকানপাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধ থাকবে বেসরকারি ও সরকারি অফিস। বিয়ের অনুষ্ঠানে সর্বধিক ১০০ জন ও বন্ধ এলাকায় সর্বাধিক ৫০ জন থাকতে পারবে। শেষকৃত্যে ২০ জনের বেশি থাকতে পারবে না। রেস্তোরাঁ, বার, স্পোর্টস কমপ্লেক্স, জিম বন্ধই থাকবে। স্কুল ও কলেজের মতো শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ থাকবে।