কলকাতা : করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী-সহকর্মী মাণিক মজুমদার। শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী। মাণিক মজুমদারের মৃত্যুতে টুইটে শোকজ্ঞাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই মুখ্যমন্ত্রীর বাড়ির অফিসের দায়িত্বে ছিলেন মাণিক মজুমদার।
কোভিডে আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি ছিলেন তিনি। কয়েকদিন আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। কোভিড টেস্ট করিয়ে জানা যায় মারণ ভাইরাস তাঁর শরীরে বাসা বেঁধেছে। হাসপাতাল সূত্রে খবর, উচ্চ রক্তচাপজনিত সমস্যা ছিল তাঁর। করোনার ফলে সেই সমস্যা আরও বেড়ে যায়। তাই সপ্তাহখানেকের জীবনযুদ্ধের পরেও শেষরক্ষা হয়নি। শনিবার সকালে হাসপাতালেই প্রাণ হারান তিনি। সমস্ত কোভিড সতর্কতা মেনেই হবে শেষকৃত্য।
মাণিকবাবুর মৃত্যুতে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লিখেছেন “মাণিকদার হাসিমুখ আর কেউ দেখতে পাবে না”।
মাণিক মজুমদারের মৃত্যুর জেরে শনিবার তৃণমূলের সমস্ত কর্মসূচি বাতিল করা হয়েছে। এদিন বেলা ১২টা নাগাদ জেলাস্তরে বৈঠক ছিল, তাও বাতিল করা হয়েছে। এছাড়াও প্রতিটি দলীয় কার্যালয়ে পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।