কাতারে বিশ্বকাপের ফ্যান ভিলেজের কাছে ভয়াবহ আগুন

কাতারের লুসাইল শহরে ভয়াবহ আগুন। ফিফা বিশ্বরকাপের আয়োজক দেশের এই শহরে একটি ফ্যান ভিলেজের কাছেই আগুন লেগে যায়। ভিডিও ফুটেজে দেখা যায়, উত্তরে কেতাইফান দ্বীপের ফ্যান ভিলেজ ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়।

আধিকারিকদের উদ্ধৃতি দিয়ে দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, শহরের একটি নির্মীয়মাণ ভবনে আগুন লেগেছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, সিভিল ডিফেন্স আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পরিকাঠামোগত সমস্যার কারণে কাতার বিশ্বকাপের প্রস্তুতির জন্য লাখ লাখ টাকা খরচ করার পরেও এই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে প্রশ্ন উঠছে। কাতারের স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, স্থানীয় সময় দুপুরের পর লুসাইল শহরের একটি দ্বীপে আগুনের সূত্রপাত হয়, যেখানে শনিবার গভীর রাতে আর্জেন্টিনা ও মেক্সিকোর মধ্যে ম্যাচ-সহ টুর্নামেন্ট চলাকালীন বেশ কয়েকটি খেলা অনুষ্ঠিত হয়।

জানা যায়, লুসাইল স্টেডিয়াম থেকে প্রায় ৩.৫ কিলোমিটার (২ মাইল) দূরে আগুন লেগেছিল। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। মধ্য দোহার একটি বাজার থেকেও ধোঁয়া দেখা যাচ্ছিল।

Related posts

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের

দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি, জারি কমলা সতর্কতা