টেরিটি বাজারে শতাধিক বছরের পুরনো বাড়িতে ভয়াবহ আগুন

কলকাতা: শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার পর ভয়াবহ আগুন লাগে কলকাতার টেরিটি বাজারের একটি তিনতলা বাড়িতে। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে।

আগুন লাগার খবর পেয়ে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এসে পৌঁছোয় ঘটনাস্থলে। কিন্তু ওই গলি খুবই ঘিঞ্জি। যার জেরে দমকলের ইঞ্জিনগুলি ঢুকতে অসুবিধা হওয়ায় পাইপের মাধ্যমে জল নিয়ে গিয়ে আগুন নেভানোর কাজ করতে হচ্ছে দমকলকে।

যে বাড়িটিতে আগুন লেগেছে, তা একশো বছরের বেশি পুরনো বলে জানা যাচ্ছে। তার অবস্থা জীর্ণ। ফলে বেশিক্ষণ আগুন জ্বললে ধসে পড়ার আশঙ্কাও রয়েছে। আগুন ছড়িয়ে পড়ে যাতে ভয়াবহ আকার ধারণ না করে সেই চেষ্টা করছে দমকল। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি পরিস্থিতি খতিয়ে দেখছেন।

জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ওই বাড়ি থেকে সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে দিয়েছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখনও অবধি হতাহতের কোনো খবর মেলেনি। ক্ষয়ক্ষতি কতটা হয়েছে তাও এখনও জানা যায়নি। এমনকী দমকলের তরফ থেকে এখনও আগুন লাগার কারণও জানা যায়নি।

আপডেট আসছে…

Related posts

রাজ্যের প্রায় সব জেলাতেই হতে পারে ঝড়বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া

আজ মনোনয়ন জমা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

দাদা ইউসুফের প্রচারে বহরমপুরে ইরফান পাঠান