Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
৫ রাজ্যের ভোটের রণকৌশল ঠিক করতে বিজেপির কর্মসমিতির বৈঠক - NewsOnly24

৫ রাজ্যের ভোটের রণকৌশল ঠিক করতে বিজেপির কর্মসমিতির বৈঠক

ডেস্ক: ৫ রাজ্যের ভোটের রণকৌশল ঠিক করতে কর্মসমিতির বৈঠক বিজেপির। আগামী বছরের শুরুতেই দেশের পাঁচ রাজ্যে নির্বাচন। উত্তরপ্রদেশ তো বটেই, উত্তরাখণ্ড, পঞ্জাব, গোয়া এবং মণিপুরে হতে চলেছে ভোট। আর আগামী বছরের শেষের দিকে নির্বাচন হবে গুজরাত এবং হিমাচল প্রদেশে। এই পরিস্থিতিতে সেই নির্বাচনগুলির দিকে লক্ষ্য রেখেই রবিবার থেকে বিজেপি-র জাতীয় কর্মসমিতির বৈঠক বসল রাজধানী দিল্লিতে।


কোভিড আবহে এই প্রথম বিজেপি-র কেন্দ্রীয় কমিটির বৈঠক হচ্ছে। কর্মসমিতির ১২৪ জন সদস্য বৈঠকে সশরীরে উপস্থিত হয়েছেন। উপস্থিত বাংলার প্রাক্তন রাজ্য সভাপতি তথা অধুনা সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও। এদিকে আজ সকালে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী মোদী উপস্থিত হলে তাঁকে স্বাগত জানান দলের সভাপতি জেপি নড্ডা। বৈঠকে উপস্থিত দলীয় নেতাদের উদ্দেশে ভাষণ দেওয়ার কথা প্রধানমন্ত্রীর।
সূত্রের খবর ছিল, বাংলায় নির্বাচন ও উপনির্বাচনের ফলাফল নিয়েও আলোচনা হতে পারে৷ এদিনে বৈঠক থেকে বঙ্গবাসীকে ধন্যবাদ জানিয়েছে নাড্ডা৷ 

আরও পড়ুন : ভালোবাসার উৎসব ভাইফোঁটা এবং প্রার্থণার উৎসব ছট পুজো


দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বললেন, ”বাংলায় BJP ইতিহাস তৈরি করেছে। আমরা ৩ শতাংশ ভোট পেতাম, সেখান থেকে আমরা ৩৭ শতাংশ ভোট পেয়েছি। ইতিহাসে এমন নজির নেই। রাজনীতির পড়ুয়াদের কাছেও এ বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ।”বাংলায় আমাদের সংগঠন মজবুত হয়েছে। যদিও আমাদের কর্মীদের ওপর হামলা হয়েছে। ৫৭  জন খুন হয়েছেন। বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। আশ্রয় শিবিরে অনেকে রয়েছে।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিশানা করে নাড্ডা বলেন, “কোভিড নিয়ন্ত্রণে সাহায্য করা হচ্ছে না বাংলা থেকে। মোদীজি টিকা দিচ্ছেন। কিন্তু বাংলার মানুষকে টিকা দেওয়া হচ্ছে না। এটা অমানুষিকতার দৃষ্টান্ত।”
সামনের দিনের বিধানসভা ভোটের দিকে নজর রেখেই বিজেপি কর্মসমিতির বৈঠকে ‘হর ঘর দস্তক’ কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে।করোনা প্রতিষেধক হয়েছে কিনা, তা জানতে বাড়ি-বাড়ি যাবেন বিজেপি কর্মীরা। ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এই ‘হর ঘর দস্তক’ কর্মসূচি বড় পদক্ষেপ হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related posts

৬ ডিসেম্বর সংহতি দিবসকে সামনে রেখে ধর্মতলায় বৃহত্তর সমাবেশ করবে তৃণমূল, উপস্থিত থাকতে পারেন মমতা ও অভিষেক

বিহার নির্বাচনে ভরাডুবির দায় স্বীকার করলেন প্রশান্ত কিশোর, ২০ নভেম্বর পালন করবেন নীরব উপবাস

রাজ্যজুড়ে হালকা শীতের আমেজ বজায়, ২২ তারিখের পর বৃষ্টির সম্ভাবনা