ওয়েবডেস্ক : আগামী বিধানসভা ভোটে ডোমজুড় থেকেই লড়বেন। ঘোষণা রাজীব বন্দ্যোপাধ্যায়ের। তবে কোন দলের হয়ে লড়বেন, তা স্পষ্ট করলেন না প্রাক্তন বনমন্ত্রী।
মঙ্গলবার ডোমজুড়ের সলপে একটি রক্তদান শিবিরে এসে রাজীব জানান, তিনি ঈশ্বর বিশ্বাসী মানুষ। তাই মনে করেন, ভগবান যা করেন মঙ্গলের জন্য। ডোমজুড়ের মানুষের সঙ্গে তার আত্মিক সম্পর্ক রয়েছে।
এর পরেই তাঁর ঘোষণা, ‘‘আগামী বিধানসভা নির্বাচনে ডোমজুড় থেকেই প্রার্থী হব। রাজ্যের অন্য কোনও কেন্দ্র থেকে নয়।’’ সমবায় মন্ত্রী অরূপ রায়ের প্রসঙ্গও এদিন তুলে আনেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন : উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালকে শো কজ করল তৃণমূল
তিনি বলেন, ‘‘গতকাল অসুস্থ অরূপবাবুকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। চিকিৎসকদের সঙ্গে কথাও বলেছি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছি।’’ তাৎপর্যপূর্ণ ভাবে রাজীব এ দিন অরূপকে ‘আমার নেতা’ বলে উল্লেখ করেন।
তা হলে অরূপের সঙ্গে তাঁর দূরত্ব কি মিটে গেল? রাজীবের উত্তর, আমি নিজেকে দলের একজন সাধারণ কর্মী হিসেবে ভাবি। তাই দলীয় নেতৃত্বকে মেনে চলি। অরূপবাবু এ নিয়ে কিছু ভাবেন কি না, তা আমি জানি না।