মুকুলকে ফোন মোদীর, খোঁজ নিলেন বিজেপি নেতার স্ত্রীর

কলকাতা: মুকুল রায়কে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খোঁজ নিলেন তাঁর স্ত্রীর শারীরিক অবস্থার। আজ সকাল সাড়ে ১০টা নাগাদ মুকুল রায়কে ফোন করেন নরেন্দ্র মোদী। ২ মিনিটের কিছু বেশি সময় দু’জনের মধ্যে কথা হয়। 


করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ১১ মে মুকুলের স্ত্রী কৃষ্ণাকে বাইপাসের ধারে একটি হাসপাতালে ভরতি করা হয়েছিল। করোনা-মুক্ত হয়ে গেলেও তাঁর অন্যান্য শারীরিক জটিলতা আছে বলে হাসপাতাল সূত্রের খবর।

করোনা আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন ধরেই বাইপাশের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন মুকুল রায়ের স্ত্রী। বর্তমানে তাঁর অবস্থা বেশ সঙ্কটজনক। গতকাল তাঁকে দেখতে হাসপাতালে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও তখন হাসপাতালে ছিলেন না মুকুল রায়। তাঁর পুত্র তথা বিজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের সঙ্গে অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের কথা হয়।

Related posts

চতুর্থ দফায় বিকাল ৫টা পর্যন্ত রাজ্যের ৮ কেন্দ্রে গড় ভোট ৭৫.৬৬ শতাংশ

ভোটের ডিউটিতে এসে হৃদরোগে আক্রান্ত, বীরভূমে মৃত জওয়ান

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত, ছেলেদের তুলনায় অনেকটাই এগিয়ে মেয়েরা