ভোটমুখী ত্রিপুরাবাসীর জন্য বড়সড় উপহার মোদীর

ডেস্ক: ভোটমুখী ত্রিপুরাবাসীর জন্য বড়সড় উপহার নিয়ে হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রিপুরার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা বরাদ্দ করলেন নরেন্দ্র মোদী। ৭০৯ কোটি টাকায় তৈরি হবে ১ লক্ষ ৪৭ হাজার বাড়ি। প্রধানমন্ত্রীর অফিসের তরফে জারি করা বিবৃতি অনুযায়ী, ত্রিপুরার ভূ-জলবায়ুগত অবস্থাকে বিবেচনায় রেখে রাজ্যের বসবাস করা এক বিরাট অংশের মানুষের কাঁচা ঘরের সংজ্ঞা বদল করা হচ্ছে। কেন্দ্রের প্রকল্পের ফলে একটা বড় অংশের উপভোক্তা পাকা বাড়ি তৈরির জন্য সাহায্য পাবেন। যেসব বাড়িগুলি বাঁশ, মাটি-খড় দিয়ে তৈরি অর্থাৎ যাদের এক কথায় কাঁচা বাড়ি বলে, প্রধানমন্ত্রী আবাস যএাজনায় সেইসব বাড়ি পাকা করে দেওয়া হবে।


মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সরকারেরও ভূয়সী প্রশংসা করেছেন মোদি। সেই সঙ্গে তাঁর মুখে উঠে এসেছে ডবল ইঞ্জিন সরকারের প্রশস্তিও। প্রধানমন্ত্রী বলেন, “আমি বিপ্লব দেব এবং তার সরকারকে এত অল্প সময়ের মধ্যে পুরানো কাজ করার পদ্ধতি এবং পুরানো মনোভাব পরিবর্তন করার জন্য ধন্যবাদ জানাই। বিপ্লব দেব যে তারুণ্যের শক্তি নিয়ে কাজ করছেন, সেই শক্তি আজ ত্রিপুরা জুড়ে দেখা যাচ্ছে।”


উল্লেখ্য, সামনেই ত্রিপুরায় পৌরভোট রয়েছে। আর তার আগে ত্রিপুরাবাসীর জন্য এই প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা বরাদ্দ করা নিঃসন্দেহে কেন্দ্রের এক কৌশলী চাল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। 


প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় দারিদ্র সীমার নিচে বসবাসকারী নাগরিকদের পাকা বাড়ি তৈরির টাকা দেয় সরকার। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই টাকা দেওয়া হয়। মোদি সরকার ক্ষমতায় আসার আগে এই প্রকল্পটি চলত ইন্দিরা আবাস যোজনা নামে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রকল্পের নাম বদলান। ত্রিপুরায় যে সময় এই টাকা দেওয়া হল, সেটা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।

Related posts

কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ২

তাপপ্রবাহের মতো পরিস্থিতির মধ্যেই বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়

দেড়শোর বেশি যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আগুন, বড়সড় দুর্ঘটনা এড়াল দিল্লি বিমানবন্দর