কার্গিল বিজয় দিবসে ভারতীয় বীর যোদ্ধাদের আত্মবলিদানকে স্মরণ মোদীর

ডেস্ক: আজ কার্গিল দিবস, প্রত্যেক ভারতবাসীর কাছে গর্বের দিন। দীর্ঘ দুই মাস ধরে লড়াই চালানোর পর ১৯৯৯ সালের ২৬ জুলাই ভারতীয় সেনাবাহিনী কার্গিল যুদ্ধক্ষেত্রে পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করেছিল। ভারতীয় সেনার বীর জওয়ানদের স্মরণ করেই এই দিনটি কার্গিল বিজয় দিবস হিসাবে পালন করা হয়। কার্গিল বিজয় দিবসের দিন আত্মবলিদান করা ভারতীয় সেনা জওয়ানদের প্রতি নিজের শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানান যে এই দিনটিকে অপারেশন বিজয়ে অংশ নেওয়া ভারতীয় সেনাদের  “সাহসিকতা ও উৎসর্গ “-এর দিন হিসাবে স্মরণ করা উচিত। 

আরও পড়ুন: মমতার দিল্লি সফরের আগে ঐক্যের বার্তা, ইস্যুতে অভিষেকের পাশে কংগ্রেস


এদিন সকালে তিনি বীর যোদ্ধাদের স্মরণে টুইট করেন। তিনি কার্গিল দিবস প্রসঙ্গে বলেছিলেন। বীর যোদ্ধাদের সম্মান জানাতে দেশবাসীকে আহ্বান জানাচ্ছিলেন তিনি। এদিন মোদী এবিষয়ে লেখেন, ‘আমরা বলিদান ভুলিনি। আমরা সেই বীরত্ব মনে রেখেছি। আজ কার্গিল বিজয় দিবসে আমরা সেই সব জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি যাঁরা কার্গিলে আমাদের দেশকে রক্ষা করার জন্যে নিজেদের প্রাণ উৎসর্গ করেছিলেন। তাঁদের এই বীরত্ব আমাদের প্রতিদিন অনুপ্রেরণা দেয়। এরই সঙ্গে আমি একবছর আগের মন কি বাত অনুষ্ঠানের একটি অংশ তুলে ধরছি আপনাদের সামনে।’

Related posts

ফের শুরু হতে চলেছে বৃষ্টি-পর্ব, চলবে কত দিন

রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সঙ্ঘের একাংশ সরাসরি রাজনীতি করছে, ক্ষোভ মমতার

আন্তর্জাতিক মিউজিয়াম দিবসে কলকাতা জাদুঘর জমজমাট সাধারণ মানুষের ভিড়