‘নির্বাচন কমিশনের আসলে মোদি কোড অফ কনডাক্ট!’ আক্রমণ মমতার

ডেস্ক: আগামী ৭২ ঘণ্টা কোনও নেতা–নেত্রী ঢুকতে পারবেন না কোচবিহার জেলায়। রাজনৈতিক দলের প্রবেশে নিষেধাজ্ঞা জারি নিয়ে টুইটে সরব হলেন মমতা। নির্বাচন কমিশনের মডেল কোড অফ কনডাক্ট আসলে মোদি কোড অফ কনডাক্ট! কটাক্ষ করেন মমতা।

কমিশনকে তোপ দেগে তৃণমূলনেত্রী ট্যুইটে লেখেন, নির্বাচন কমিশনের মডেল কোড অফ কনডাক্ট আসলে মোদি কোড অফ কনডাক্ট! বিজেপি সমস্ত চেষ্টা প্রয়োগ করেও মানুষের সঙ্গে আমার দেখা করে তাঁদের দুঃখ বেদনা ভাগ করে নেওয়া আটকাতে পারবে না। ওরা কোচবিহারের ওর ৩ দিন ভাইবোনদের সঙ্গে দেখা করায় বাধা দিতে পারে। তবে চতুর্থ দিন আমি সেখানে যাবই। 


কথা ছিল, মাথাভাঙা হাসপাতালের পাশে মাঠে হেলিপ্যাডে নেমে হাসপাতালের মর্গে শায়িত চারটি মৃতদেহে শ্রদ্ধা জানাবেন মমতা। কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ আসার পরেই অস্থায়ী হেলিপ্যাড তৈরির কাজ স্থগিত রাখা হয়। আর জানা যায়, কোচবিহার যাচ্ছেন না মমতা।

আরও পড়ুন: রক্ত ঝরিয়ে শেষ হল চতুর্থ দফা, বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদানের হার ৭৬.১৬ শতাংশ


থমথমে শীতলকুচি, কাটেনি গতকালের গণ্ডগোলের রেশ। পরিস্থিতি যাচাই করতে আজ কোচবিহারে যাচ্ছেন রাজ্য পুলিসের ডিজি। কমিশনের নির্দেশে ঘটনাস্থলে যাবেন মুখ্যসচিব, এসপি, ডিএম।

Related posts

ফিরছে তাপপ্রবাহ, কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস

২ তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি, বিজেপির অভিযোগে পাত্তা দিল না কমিশন

ভোটের পর ইন্ডিয়া জোটের সরকার গঠন, বাইরে থেকে সবরকম সাহায্য, বার্তা মমতার