ইডি-র তলবে দিল্লি গেলেন না মহুয়া, ভোট প্রচারে ব্যস্ত কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী

কলকাতা: বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার মহুয়া মৈত্রকে দিল্লি তলব করেছিল ইডি। আগেও একবার ইডির সমনে সাড়া দেননি তিনি। এ বারও কৃষ্ণনগরে তাঁকে প্রার্থী করেছে তৃণমূল। ভোটের প্রচারে ব্যস্ত থাকায় দিল্লি যেতে পারলেন না মহুয়া।

সংসদে অর্থের বিনিময়ে প্রশ্ন করার অভিযোগে ইতিমধ্যে মহুয়ার একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়েছে সিবিআই। সেই মামলায় তাঁর সাংসদ পদও খারিজ হয়ে যায়। সূত্রের খবর, এদিন সকালে তিনি ঘনিষ্ঠ মহলে জানান যে দিল্লি যাচ্ছেন না। নির্বাচনী প্রচারে যাবেন নদিয়ার কালীগঞ্জে।

এ দিন সকালে এক টিভি চ্যানেলকে মহুয়া বলেন, “এখন ৯টা ৪০ বাজে। আমি কৃষ্ণনগরের বাড়ি থেকে বেরোচ্ছি। আমার আজকের প্রোগ্রাম কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অধীনে কালীগঞ্জ বিধানসভায়। সেখানে নয়াচর গ্রামে আমার প্রচারের প্রোগ্রাম রয়েছে।”

সূত্রের খবর, বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়াকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। এর আগে, মহুয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি শিল্পপতি দর্শন হিরানন্দানির থেকে টাকা নিয়ে লোকসভায় গৌতম আদানি সম্পর্কে প্রশ্ন করেন। আজ শিল্পপতি দর্শন হিরানন্দানিকেও তলব করেছে ইডি।

Related posts

উত্তরাখণ্ডে বন পোড়ানোর প্রক্রিয়া অব্যাহত, ১৩৮৬ হেক্টর বনাঞ্চল ক্ষতিগ্রস্ত, মৃত ৫

সন্দেশখালি নিয়ে স্লোগান উঠতেই মেজাজ হারালেন শুভেন্দু! অশালীন শব্দ বিরোধী দলনেতার

‘ ১০ থেকে ২০ তারিখের মধ্যে কেশপুরে খুন হতে পারে’, বিস্ফোরক অভিযোগ দেবের