‘মোহনবাগান বললেই মায়ের কথা মনে পড়ে’, আবেগে ভাসলেন মুখ্যমন্ত্রী

মোহনবাগানের তুলনা মোহনবাগান নিজেই। এভাবেই নিজের প্রিয় ক্লাবের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উন্মোচিত হল নব রূপে সুসজ্জিত মোহনবাগানের নতুন ক্লাব তাঁবু। ঢেলে সাজানো হয়েছে সবুজ-মেরুন তাঁবু । কনফারেন্স রুম থেকে ক্যান্টিন সবেতেই লেগেছে নতুনত্বের ছোঁয়া। বলে দিলেন, মোহনবাগান নিয়ে আলোচনা হলেই সবার প্রথমে মায়ের কথা মনে পড়ে তাঁর। সেই সঙ্গে আনন্দের আমেজের মধ্যেই ৫০ লক্ষ টাকা অনুদানও ঘোষণা করলেন।

মোহনবাগানের কথা বলতে গিয়ে নিজের মাকে নিয়েও আবেগতাড়িত হয়ে হয়ে পড়তে দেখা যায় মমতাকে। তিনি বলেন, “মোহনবাগানের কথা মনে পড়লে আমার মায়ের কথা মনে পড়ে। অনেকেই হয়তো জানেন না। পেলে এসেছিল খেলতে। সাড়া বাংলা উথাল পাথাল হয়ে গিয়েছিল। আর আমার মা মোহনবাগানের খেলা হলেই আমার মা রেডিও নিয়ে বসে যেত, আর কালীঘাটে পুজো পাঠাত। 

এদিন মমতাকে আরও বলতে শোনা যায়, “ক্লাবগুলোকে কেন্দ্র করে খেলাধুলা, সংস্কৃতি সব হয়। মোহনবাগানের তুলনা সে নিজেই। মোহনবাগানের মাটি সোনার চেয়েও খাঁটি।”

আরও পড়ুন :

অষ্টমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ, ডেপুটি হলেন তেজস্বী

রাজ্যের আমন্ত্রণে সাড়া, কলকাতায় পুজোর আনন্দে গা ভাসাবে জাতিসঙ্ঘ

অভিমুখ পরিবর্তন নিম্নচাপের, ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গে

বদলে যাচ্ছে দার্জিলিং মেলের যাত্রাপথ

স্বচ্ছতার সঙ্গে পঞ্চায়েত ভোট করতে হবে, দলীয় কর্মীদের বার্তা অভিষেকের

Related posts

প্রমাণ ছাড়াই ‘চুরি’র অভিযোগ, এ বার মানহানির মামলা করবেন মুখ্যমন্ত্রী

সুপ্রিম কোর্টে জামিন পেলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা

শুরু পঞ্চম দফার প্রচার, আজ জোড়া সভা মমতার