পর্দা ফাঁস করে চলেছেন একের পর এক অভিযোগকারিণী, সন্দেশখালি কি এখন ব্যুমেরাং হয়েছে বিজেপির?

কলকাতা: সন্দেশখালির তথাকথিত ‘ধর্ষণকাণ্ড’ নিয়ে বিতর্কের অন্ত নেই। এত দিন পর একে একে মুখ খুলছেন অভিযোগকারিণীরা। সত্যতা যাচাই সম্ভব না হলেও প্রকাশ্যে এসেছে অন্ততপক্ষে এমন তিনটি ভিডিও, যেগুলিতে অভিযোগকারিণীরা জানাচ্ছেন, তাঁদের ‘ভুল বুঝিয়ে’ ধর্ষণের অভিযোগ দায়ের করানো হয়েছিল। ঘটনার সত্যাসত্য যাই হোক, লোকসভা ভোটের আবহে এ ধরনের ঘটনা ব্যুমেরাং হয়ে গিয়েছে বিজেপি। কারণ, তারাই এতদিন সন্দেশখালি ধর্ষণের ঘটনাকে সামনে রেখে আন্দোলন-বিক্ষোভে তোলপাড় ফেলে দিয়েছিল রাজ্য জুড়ে।

কয়েক দিন আগেই ‘স্টিং অপারেশন’-এর ভিডিয়ো নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। এ বার রাজ্য রাজনীতি কাঁপিয়ে দিয়েছে অভিযোগকারিণীদের স্বীকারোক্তি। মিডিয়া রিপোর্টে প্রকাশ, সন্দেশখালির তিন মহিলা দাবি করেছেন, থানায় নিয়ে গিয়ে তাঁদের দিয়ে ‘মিথ্যা’ ধর্ষণের মামলা করানো হয়েছে। না-জানিয়ে সই করানো হয়েছে সাদা কাগজে। তাঁদের বক্তব্যের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।

স্বভাবতই ওই তিন মহিলার বয়ান নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। সন্দেশখালির যে বিজেপি নেত্রীর বিরুদ্ধে ওই তিন মহিলা না-জানিয়ে মিথ্যা মামলা করানোর অভিযোগ তুলেছেন, সেই পিয়ালি দাস ওরফে মাম্পিকে ইতিমধ্যেই সমন পাঠিয়েছে পুলিশ।

এমনিতে স্টিং অপারেশনের ভিডিও সামনে আসার পর ‘বিপর্যস্ত’ গেরুয়া শিবির। এ বার একের পর এক অভিযোগকারিণী গেরুয়া শিবিরের মিথ্যার পর্দা ফাঁস করে চলেছেন। সন্দেশখালি ধর্ষণ কাণ্ডের অভিযোগকারিণী হিসেবে পরিচিত তিন মহিলা প্রকাশ্যে এসে জানিয়ে দিয়েছেন, স্থানীয় বিজেপি নেত্রী পিয়ালি দাস তাঁদের দিয়ে সাদা কাগজে সই করিয়ে নিয়েছিলেন। তাঁরা নিজেরা কোনো ধর্ষণের অভিযোগ করেননি। ওয়াকিবহাল মহলের মতে, লোকসভা ভোট চলাকালীন, রাজ্য-রাজনীতি এখন সন্দেশখালি ব্যুমেরাং হয়েছে বিজেপির।

Related posts

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের

দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি, জারি কমলা সতর্কতা