রাজ্যের প্রায় সব জেলাতেই হতে পারে ঝড়বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া

বৃষ্টিভেজা কলকাতা। ছবি: রাজীব বসু

কলকাতা: বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ-সহ ব্যাপক ঝড়-বৃষ্টি। কলকাতা-সহ বিভিন্ন জেলায় আকাশ কালো করে ছিল সকাল থেকেই । এর পর দুপুর গড়াতেই কলকাতা ও আশেপাশের জেলায় ঝড়-বৃষ্টি শুরু হয়ে যায়। হাওয়া অফিস বলছে, আজও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বইবে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত আগামী রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বৃদ্ধি পেতে পারে শুক্রবার। ওই দিন আবার কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূ্র্বাভাস, শুক্রবারও রাজ্যের প্রায় সব জেলাতেই হতে পারে ঝড়বৃষ্টি। কলকাতা, দুই বর্ধমান, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে জারি করা হয়েছে কমলা সতর্কতা। দক্ষিণের বাকি জেলার কিছু অংশেও বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হবে।

এর পর শনিবারেও দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। দক্ষিণের বাকি জেলাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারও বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। কলকাতা, নদিয়া, হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে।

Related posts

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের

দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি, জারি কমলা সতর্কতা