“মিস্টার মোদী আমাদের কথা শুনুন”, ৩ মিনিটের ভিডিয়োয় তোপ Derek-এর

ডেস্ক: বাদল অধিবেশনের প্রথম দিন থেকেই সংসদ তোলপাড় করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সংসদের ঘরে-বাইরে এককাট্টা বিরোধীরা। তাতেই আরও সমস্যায় পড়ে কেন্দ্রীয় সরকার। একাধিকবার বিরোধীদের একজোট হয়ে মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়তে দেখা গিয়েছে। বিরোধী ঐক্যের সেই ছবি তুলে ধরে রবিবার ফের কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করলেন ডেরেক ও’‌ব্রায়েন।


একটি ৩ মিনিট ৪৬ সেকেন্ডের ভিডিয়ো টুইট করে মোদী সরকারকে নিশানা করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। ইংরেজিতে করা ওই টুইটে লেখা, “মিস্টার মোদী সংসদে আসুন এবং আমাদের কথা শুনুন।” বিরোধী ঐক্যের ছবি তুলে ধরতে টুইটটিতে কংগ্রেস, সমাজবাদী পার্টি, শিব সেনা, টিআরএস, ডিএমকে, আরজেডি, এনসিপি এবং আম আদমি পার্টিকে ট্যাগ করেছেন তিনি।

আরও পড়ুন: ‘বিজেপি ত্রিপুরাকে নিজের পৈতৃক সম্পত্তিতে পরিণত করেছে’ আগরতলায় পা দিয়ে হুঁশিয়ারি অভিষেকের, উঠল গো ব্যাক স্লোগান


বিরোধী জোটকে এককাট্টা করতেই তিনি করেছিলেন একাধিক বৈঠক।  বিরোধী ঐক্যের ছবি তুলে ধরতে টুইটে কংগ্রেস, সমাজবাদী পার্টি, শিব সেনা, টিআরএস, ডিএমকে, আরজেডি, এনসিপি এবং আম আদমি পার্টিকে ট্যাগ করেছেন তিনি। এমনকী টুইটিতে সিপিআইএম–কেও ট্যাগ করেছেন তৃণমূল কংগ্রেসের এই সাংসদ।


দেখা গিয়েছে, তিন মিনিটের ওই ভিডিও’‌তে বিভিন্ন ই্স্যুকে সামনে নিয়ে আসা হয়েছে। সেখানে সংসদের মধ্যে বিরোধী সংসদের সরব হতে দেখা গিয়েছে। কৃষি আইন থেকে পেগাসাস ইস্যু, আর্থিক মন্দা থেকে কর্মসংস্থানের অভাব–সহ নানা বিষয়ে সরকারকে তুলোধনা করতে দেখা গিয়েছে বিরোধীদের। 

Related posts

আজ ঝাড়গ্রাম ও ঘাটালে নির্বাচনী জনসভা, খড়্গপুরে রোড-শো মমতার

রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগের দাবি, রাজভবন ঘেরাও তৃণমূল শিক্ষা সেলের

ফের তাপপ্রবাহের পরিস্থিতি, শুক্রবার কোন কোন জেলায় হাঁসফাঁস অবস্থা