মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের এক সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকের বিরুদ্ধে হোটেলে ডেকে প্রেমিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণ করার গুরুতর অভিযোগ উঠেছে। নির্যাতিতা যুবতী অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত চিকিৎসক বর্তমানে পলাতক এবং পুলিশ তাঁকে গ্রেফতারের জন্য তল্লাশি চালাচ্ছে।
নির্যাতিতা যুবতীর অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত চিকিৎসক তাঁকে প্রেমের প্রস্তাব দিয়ে গত ৮ অক্টোবর বহরমপুরের একটি হোটেলে ডেকে নিয়ে যান। সেখানে ডিনারের সময় পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে খাইয়ে তাঁকে অচৈতন্য করেন এবং সেই সুযোগে ধর্ষণ করেন। যুবতীর আরও অভিযোগ, গত ২ ডিসেম্বর ফের তাঁকে বহরমপুরে ডেকে নিয়ে গিয়ে মুখ বন্ধ রাখার জন্য চাপ দেওয়া হয়। যুবতী প্রতিবাদ করলে অভিযুক্ত চিকিৎসক শ্বাসরোধ করে খুনের চেষ্টা করেন।
বহরমপুর থানায় ধর্ষণ ও খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করেছে পুলিশ। মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ ইকবাল জানিয়েছেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। অভিযুক্ত চিকিৎসকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।”
নির্যাতিতার শারীরিক পরীক্ষা করানোর জন্য তাঁকে বহরমপুরে আসতে বলা হয়েছিল, তবে তিনি এখনও আসেননি বলে পুলিশ সূত্রে খবর।
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের সুপার অনাদি রায়চৌধুরী বলেন, “অভিযুক্ত চিকিৎসক আমাদের কলেজের সিনিয়র রেসিডেন্ট। মেডিক্যাল কলেজের ভিতরে কোনও ঘটনা ঘটেনি, তাই আমরা কিছু বলতে পারছি না। পুলিশ তদন্ত করছে, সত্য উদ্ঘাটিত হবে।”
এই ঘটনায় অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং নির্যাতিতার জন্য সুবিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন অনেকেই।