দিল্লি বিধানসভা নির্বাচনকে সামনে রেখে, বৃহস্পতিবার ‘মহিলা সম্মান যোজনা’ ঘোষণা করলেন আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এই প্রকল্পের অধীনে দিল্লির মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। কেজরিওয়াল প্রতিশ্রুতি দিয়েছেন, দিল্লি বিধানসভা নির্বাচনের পর যদি আপ সরকার গঠন করে, তবে এই অর্থ বাড়িয়ে ২১০০ টাকা করা হবে।
১৮ বছরের উর্ধ্বে সব মহিলাকে মাসে এক হাজার টাকা করে অনুদান প্রকল্প ঘোষণা করলেন আপের সর্বময় নেতা তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কেজরিওয়াল বলেন, মহিলারা এই সুবিধা এখনই পাবেন না। তবে, নির্বাচনের পর আপ ক্ষমতায় এলে তারা এই আর্থিক সহায়তা পাবেন। আগামীকাল থেকেই ‘মহিলা সম্মান যোজনা’-র জন্য নাম রেজিস্ট্রেশন শুরু হবে।
কেজরিওয়াল বলেন, “যেখানে মহিলাদের সম্মান করা হয়, সেখানেই ঈশ্বর বিরাজ করেন। মহিলারাই আমাদের দেশের ভবিষ্যৎ গড়েন এবং তাদের কাজে সহযোগিতা করতে পারা আমাদের সৌভাগ্যের বিষয়।”
ভোটের মুখে শুধু হাজার টাকা দেওয়াই নয়, ভোটে জিতলে সেই অঙ্ক যে দ্বিগুণেরও বেশি হবে, তা-ও স্পষ্ট করে দিয়েছেন কেজরিওয়াল। তিনি জানিয়েছেন, দিল্লিতে ফের আপের সরকার হলে ভোটের পর থেকে মহিলারা প্রতি মাসে ২,১০০ টাকা করে পাবেন।