নন্দীগ্রামে শহিদ দিবসের মঞ্চে আগুন! এফআইআরে নাম শুভেন্দুর, গ্রেফতার ৩

নন্দীগ্রামে শহিদ দিবসের মঞ্চ পোড়ানোর অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরকে গ্রেফতারের দাবি। এই ঘটনায় গ্রেফতার তিন বিজেপি কর্মী।

নন্দীগ্রামের শহিদ সভামঞ্চ পুড়িয়ে দেওয়ার মূল পরিকল্পনা ও চক্রান্তের অভিযোগে ৭২ ঘণ্টার মধ্যে শুভেন্দুকে গ্রেফতারের দাবি জানাল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। শুধু তাই নয়, শুভেন্দুর এই পরিকল্পনায় যারা জড়িত বিজেপির সেই ২‌১ নেতার বিরুদ্ধেও পুলিশে এফআইআর করেছে কমিটি।

এই ঘটনায় গ্রেফতার তিন বিজেপি কর্মী। ধৃতদের নাম কার্তিক বারিক, গৌরাঙ্গ মণ্ডল ও সঞ্জীব মণ্ডল। তাঁদের খেজুরি থেকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যেই শহিদ স্মরণ মঞ্চ পোড়ানোয় অভিযুক্ত মেঘনাদ পাল, অশোক করণ, শ্যামাপদ মাইতিদের বাড়ি বাড়ি তল্লাশি শুরু করেছে পুলিশবাহিনী।

আরও পড়ুন: সকালে হিমেল হাওয়া, বেলা বাড়লে রোদের তেজ, জাঁকিয়ে শীত পড়বে কবে?

Related posts

বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের