নিট – এর শহর ও কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করা হল শনিবার। পরীক্ষায় অংশ নেওয়া সমস্ত প্রার্থীরা পরীক্ষক সংস্থা এনটিএ- র অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল দেখতে পারেন।
চলতি বছরের ৫ মে স্নাতক স্তরের মেডিক্যালের প্রবেশিকার আয়োজন করে এনটিএ। আচমকা ৪ জুন (লোকসভা ভোটের ফলাফল ঘোষণার দিন) নিট ইউজির রেজাল্ট প্রকাশ করে কেন্দ্রীয় সংস্থা। কিন্তু তার পরই এই সর্বভারতীয় প্রবেশিকায় কারচুপির অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয় দেশ। এবার সুপ্রিম কোর্টের নির্দেশে শহর ও কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করল এনটিএ।
কী ভাবে নিট-এর রেজাল্ট ডাউনলোড করবেন?
প্রথমে এনটিএ-র অফিশিয়াল ওয়েবসাইট exams.nta.ac.in/NEET/ – এ লগ ইন করতে হবে।
হোমপেজে হাইলাইট করা যে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করুন।
লিঙ্কে ক্লিক করলে খুলবে পেজ, সেখানে লিখতে হবে প্রার্থীর লগ ইন তথ্য।
লগ ইন তথ্য দেওয়া হয়ে গেলে সাবমিট অপশনে ক্লিক করুন।
এর পরই স্ক্রিনে ফুটে উঠবে প্রার্থীর রেজাল্ট।
রেজাল্টের পাশেই মিলবে ডাউনলোড অপশন।
ক্লিক করে রেজাল্ট ডাউনলোড করে নিন।