শিয়ালদহ দক্ষিণ শাখায় ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, যুদ্ধকালীন তৎপরতায় মেরামত

কলকাতা: শনিবার সকালে বালিগঞ্জ স্টেশনের কাছে রেলের ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি। শিয়ালদহ দক্ষিণ শাখার বজবজ লাইনে ট্রেন চলাচল আধঘণ্টার জন্য ব্যাহত হয়। সকাল ৮টা ৫৫ মিনিট থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রেল সূত্রে খবর, বালিগঞ্জ স্টেশনের কাছে শিয়ালদহগামী লাইনে ওভারহেড তার ছিঁড়ে যায়। বালিগঞ্জ স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া এলাকায় ওভারহেডের তার ছিঁড়ে যায়। তাতেই বিপত্তি ঘটে। আর সেই তারই ঠিক করতে গিয়ে বাকি লাইনগুলোরও বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফলে সমস্ত ট্রেন দাঁড়িয়ে পড়ে। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির পর ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সকাল সাড়ে ৯টার পর থেকে আবার ট্রেন চলাচল শুরু হয়।

অফিস টাইমে এ ধরনের ঘটনায় ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের। কর্মস্থলে পৌঁছাতে সমস্যার মুখোমুখি হয়েছেন প্রচুর নিত্যযাত্রী। ট্রেন পুনরায় চালু হলেও বেশ কিছুক্ষণ পর্যন্ত তা পুরোপুরি স্বাভাবিক হয়নি। অর্থাৎ লোকাল ট্রেনগুলি নির্ধারিত সময়ের চেয়ে দেরি করে চলছে। আর তাতেই ক্ষুব্ধ যাত্রীরা।

Related posts

মালদহে বজ্রপাতে মৃত অন্তত ১১, দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা

ফিরছে তাপপ্রবাহ, কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস

২ তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি, বিজেপির অভিযোগে পাত্তা দিল না কমিশন