কলকাতা: শীতকালে জলের চাহিদা কিছুটা কম থাকে, কিন্তু গরমকালে তা চরম আকার ধারণ করে। বিধাননগর পুরনিগমের বেশির ভাগ এলাকাতেই জল সরবরাহ নিয়ে তেমন কোনো অভিযোগ নেই। তবে, সল্টলেকের সংযোজিত এলাকা, কেষ্টপুর, জ্যাংড়া, বাগুইআটি, হাতিয়াড়া ও প্রমোদনগরে গরমকালে জলের চাহিদা মেটাতে হিমশিম খেতে হয়।
এই সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার কেষ্টপুরে একটি পানীয় জল সরবরাহ প্রকল্পের জন্য ৬ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ করেছে। নতুন এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় দেড় লক্ষ মানুষ উপকৃত হবেন। পলতা থেকে গঙ্গার জল পরিস্রুত করে কেষ্টপুরে সরবরাহ করা হবে, যা বিধাননগরের বিভিন্ন এলাকাতেও পৌঁছাবে।
বিধাননগরে বর্তমানে প্রায় সাড়ে ৮ লক্ষ মানুষের বাস। দিনে গড়ে ২ কোটি গ্যালন জলের প্রয়োজন হয়, কিন্তু গরমকালে সেই চাহিদা মেটাতে সমস্যা দেখা দেয়। বিশেষত রাজারহাট–গোপালপুর পুরসভার কিছু এলাকায় টিউবওয়েলের মাধ্যমে জল সরবরাহ করা হলেও সেখানে আর্সেনিকের সমস্যা রয়েছে এবং ভূগর্ভস্থ জল কমে যাওয়ার আশঙ্কা থাকে।
নিউটাউনের জল প্রকল্প থেকে পরিশ্রুত জল বিধাননগরে পৌঁছে দেওয়ার জন্য ইতিমধ্যেই বেশ কয়েকটি জলাধার ও পাইপলাইন তৈরি করা হয়েছে। কেষ্টপুরের এই প্রকল্প বাস্তবায়িত হলে বিধাননগর পুরনিগমের ২২ থেকে ২৬ নম্বর ওয়ার্ডে জল নিয়ে আর কোনও অভিযোগ থাকবে না বলে আশা করা হচ্ছে।