নিউ গড়িয়া-রুবি মেট্রোয় ট্রায়াল রান, ডিসেম্বরের মধ্যেই পরিষেবা চালু করার তোড়জোড়

কলকাতা: নিউ গড়িয়া-রুবি মেট্রোর ট্রায়াল রান হল শনিবার। রেল বিকাশ নিগম লিমিটেডের তরফে জানানো হয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরের মধ্যেই চালু করা যাবে নিউ গড়িয়া-রুবি মেট্রোর প্রথম ধাপে ট্রেন চলাচল।

ট্রায়াল রানের জন্য নোয়াপাড়া থেকে আনা হয়েছিল নন এসি রেক। ফুল এবং বেলুন দিয়ে সাজানো হয়েছিল সেটি। সকাল সাড়ে ১১টা নাগাদ নিউ গড়িয়া থেকে ট্রায়াল রান শুরু হয়। কিন্তু শুরুতেই বিপত্তি বাঁধে। পরীক্ষামূলক ভাবে যাত্রার শুরুর কিছুক্ষণ পরে যান্ত্রিক গোলযোগের কারণে তীব্র শব্দ হয়। থেমে যায় মেট্রো। তড়িঘড়ি মেট্রোর লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। কিছুক্ষণ পর ফের রওনা দেয় নন-এসি মেট্রোর রেকটি। ট্রায়ালে সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ২৫ কিলোমিটার।

জানা গিয়েছে, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত পাঁচটি স্টেশন থাকছে। দূরত্ব ৫.৪ কিলোমিটার। এ দিনের ট্রায়াল রিপোর্ট পাঠানো হবে কমিশনার অব রেলওয়ে সেফটির কাছে। কমিশনার অফ রেলওয়ে নিরাপত্তা সংক্রান্ত সবকিছু খতিয়ে দেখে ছাড়পত্র দেবে। তারপরই এই অংশে চালু হবে মেট্রো পরিষেবা।

তবে এই রুটটি গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত বিস্তৃত। কিন্তু ৩২ কিলোমিটারের বদলে আপাতত পরিষেবা শুরু হবে গড়িয়া-এয়ারপোর্ট ফেজ ১ -এ। ডিসেম্বরের মধ্যেই পরিষেবা চালু করার যাবতীয় প্রস্তুতি সেরে রাখছেন মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ৫ দিন পর মিলল সমাধান সূত্র, অবরোধ প্রত্যাহার কুড়মিদের

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক