বক্সিংয়ের হাত ধরে জোড়া সোনা পেল ভারতীয় দল

বক্সিংয়ের হাত ধরে জোড়া সোনা পেল ভারতীয় দল। সোনা জিতলেন নীতু এবং অমিত পাঙ্ঘাল। মহিলাদের ৪৮ কেজি বিভাগে বক্সিং রিংয়ে ইংল্যান্ডের প্রতিপক্ষকে হারিয়েই এল কাঙ্ক্ষিত সোনা। মিনিমামওয়েটের ফাইনালে ডেমি-জেডকে হারান তিনি। অন্যদিকে পুরুষদের ফ্লাইওয়েটের ৫১ কেজি বিভাগে এদিন সোনা জিতে নেন অমিত। লড়াইয়ে কিরানা ম্যাকডোনাল্ডকে ৫-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে যান তিনি।
বক্সিংয়ে ৫১ কেজির ক্যাটেগরিতে ইংল্যান্ডের কিয়ারান ম্যাকডোনাল্ডের বিরুদ্ধে লড়ছেন অমিত। প্রথম রাউন্ডে সহজেই জিতেছিলেন অমিত। দ্বিতীয় রাউন্ডেও ৪-১ জিতলেন অমিত।তৃতীয় রাউন্ডে কিছুটা ভাল খেলেছিলেন অমিত। নিজের অভিজ্ঞতা দিয়ে বাউট ও সোনা জিতলেন অমিত।
মহিলাদের বক্সিংয়ে সোনা জয়ের লক্ষ্যে ফাইনালে নেমেছিলেন ভারতের নীত। ফাইনালে নীতুর প্রতিপক্ষ ছিলেন আয়োজক দেশের বক্সার ডেমি-জেড রেজটান। তাঁকেই ৫-০ হারিয়ে সোনা জিতলেন ভারতীয় বক্সার। প্রথম রাউন্ডে পাঁচজনের মধ্যে চারজন জাজ নীতুতে ১০-১০ পয়েন্ট দেন। দ্বিতীয় এবং তৃতীয় রাউন্ডেও একই ঘটনা ঘটেছে। ম্যাচে দু’জনকেই আক্রমণাত্মক দেখিয়েছে। কমনওয়েলথে অভিষেকেই সোনা জিতে নেন দু’বারের যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ী নীতু।

Related posts

ফিরছে তাপপ্রবাহ, কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস

ইতিহাস তৈরি করে এই প্রথমবার আইপিএল প্লে অফে পৌঁছল কেকেআর

২ তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি, বিজেপির অভিযোগে পাত্তা দিল না কমিশন