ভাড়া বাড়াতে নারাজ রাজ্য, বেসরকারি বাস মালিকদের পাল্টা হুঁশিয়ারি

কলকাতা: বেসরকারি বাসের ভাড়া বাড়ানো যাবে না বলে মালিকদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

শুক্রবার বেসরকারি সবক’টি গণপরিবহণ সংগঠনের জয়েন্ট ফোরামের সঙ্গে বৈঠক হয় পরিবহণমন্ত্রীর। বাস মালিকরা আশা করেছিলেন এ বার বাস ভাড়া বাড়ানোর অনুমোদন মিলবে। তবে উলটে এ দিন তাঁদের জানিয়ে দেওয়া হয়, ২০১৮ সালের ভাড়া নিয়েই বাস চালাতে হবে। জানিয়ে দেওয়া হয়েছে, বেসরকারি বাসে ন্যূনতম ৭ টাকা এবং মিনিবাসে ন্যূনতম ৮ টাকাই ভাড়া নিতে হবে। এমনকী, বাসের মধ্যে ভাড়ার তালিকা টাঙানো বাধ্যতামূলক করেছে সরকার। এই নির্দেশ না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবহণমন্ত্রী।

মন্ত্রী বলেন, “সাধারণ মানুষ যাতে দেখতে পান কোন রুটে বাসভাড়া কত, তার জন্য বাসে রেটচার্ট ঝোলাতে হবে। কোর্টের যা নির্দেশ সেই মতো ২০১৮ সালের রেট চার্ট মেনেই আমরা নোটিফিকেশন করেছি।”

পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বেসরকারি বাস মালিকরা। এ ব্যাপারে রাজ্যকে তিন সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়ে বাস মালিকদের হুঁশিয়ারি, সাধারণ বাসে ৫০.৭৪ শতাংশ এবং মিনিবাসে ৪৪ শতাংশ ভাড়া না বাড়ালে তিন সপ্তাহ পর রাস্তা থেকে বাস তুলে নেওয়া হবে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন