অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ মামলা সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে মামলা সরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আপাতত হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে এই মামলা শোনার নির্দেশ দিল সর্বোচ্চ আদালত।

একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়া নিয়ে বিতর্কে জড়িয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গত ২৪ এপ্রিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার প্রসঙ্গে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছিল, সাক্ষাৎকার দিয়ে থাকলে সেই সম্পর্কিত মামলার শুনানির যাবতীয় অধিকার হারিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

শুক্রবার এই মামলা ফের সুপ্রিম কোর্টে ওঠে। সেই সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানান, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়োগ মামলার শুনানি থেকে সরাতে হবে। বিচারপতি গঙ্গোপাধ্যায় যে সব মামলা শুনছিলেন, সেগুলি শোনার জন্য অন্য বিচারপতি নিয়োগ করা হোক।

সবমিলিয়ে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে কলকাতা হাইকোর্ট নিয়োগ দুর্নীতির মামলার শুনানি থেকে সরিয়ে দিলে, তিনি এই মামলায় যে সব রায় দিয়েছেন, সে সবের ভবিষ্যৎ কী হবে, তা নিয়েও প্রশ্ন উঠে গেল।

Related posts

মমতা-অভিষেককে গাড়ির ধাক্কায় খুনের হুমকি দিয়ে পোস্টার, জোর চাঞ্চল্য

আজ ঝাড়গ্রাম ও ঘাটালে নির্বাচনী জনসভা, খড়্গপুরে রোড-শো মমতার

রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগের দাবি, রাজভবন ঘেরাও তৃণমূল শিক্ষা সেলের