নবমীর বিকেল থেকে ট্রেন দাঁড়াবে না বিধাননগরে, পুজোর ভিড় নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ রেলের

রেলের এই সিদ্ধান্তের নেপথ্যে কি মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিংয়ের ভিড়?

ডেস্ক: পুজোর ক’দিন অতিরিক্ত যাত্রীচাপ দেখেছে বিধাননগর স্টেশন। রেলসূত্রে খবর, সেই যাত্রীচাপ নিয়ন্ত্রণেই বৃহস্পতিবার বিকাল ৪টে থেকে বিধাননগর স্টেশনে দাঁড়াবে না কোনো ডাউন ট্রেন।

এমনিতে শহরতলি থেকে এসে বিধাননগর স্টেশনে নামলে বেশ কিছু বড়ো পুজো দেখা যায়। এক দিকে সল্টলেক, অন্য দিকে উত্তর কলকাতা। যে কারণে ক’দিন ধরেই যাত্রীচাপ বেড়েছে বিধাননগর স্টেশনে। এরই সঙ্গে রয়েছে লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বুর্জ খলিফা। এই পুজো নিয়ে ইতিমধ্যেই বিতর্ক ছড়িয়েছে। অষ্টমীর মাঝরাত থেকেই সেখানে দর্শনার্থীদের জন্য নিষেধাজ্ঞা জারি করে পুজো কমিটি।

তবে আচমকা রেলের এই পদক্ষেপে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির পুজো। যদি রেল কর্তৃপক্ষ সে বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, “প্রচণ্ড ভিড়ের কারণে কোভিড পরিস্থিতিতে আজ (বৃহস্পতিবার) বিকেল চারটে থেকে কাল (শুক্রবার) ভোর ৪টে পর্যন্ত কোনো ডাউন ট্রেন বিধাননগর স্টেশনে দাঁড়াবে না”।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ-সহ ৩ রাজ্যের আরও ভিতরে ঢুকতে পারবে বিএসএফ, কেন্দ্রের নীতি নিয়ে তোপ তৃণমূলের

অর্থাৎ শিলায়দহগামী ট্রেনগুলি দাঁড়াবে না ওই স্টেশনে। কিন্তু এই সময়ে শিয়ালদহ থেকে ছেড়ে আসা আপ ট্রেনগুলি দাঁড়াবে বিধাননগরে। উল্লেখ্য, নবমী থেকে কোনো দর্শনার্থী শ্রীভূমি স্পোর্টিংয়ের বুর্জ খলিফায় ঢুকতে পারবেন না। অষ্টমীর মধ্যরাতে এমনটাই জানিয়ে দিয়েছেন দমকলমন্ত্রী তথা পুজোর অন্যতম উদ্যোক্তা সুজিত বসু। মানুষের নিরাপত্তার কথা ভেবেই দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধের সিদ্ধান্ত বলে জানানো হয়।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক