ভুবনেশ্বর: মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই পুরীর জগন্নাথ মন্দির নিয়ে বড় সিদ্ধান্ত ঘোষণা করলেন ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। বুধবারের প্রথম ক্যাবিনেট বৈঠকেই মুখ্যমন্ত্রী পুরীর মন্দিরের চারটি দরজা খুলে দেওয়ার প্রস্তাবনায় সম্মতি জানান।
প্রথম মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের চারটি গেট বৃহস্পতিবার সকালে আবার খুলে দেওয়া হবে এবং ১২ শতকের মন্দিরটির রক্ষণাবেক্ষণের জন্য ৫০০ কোটি টাকার তহবিল সংগ্রহ করা হবে। মন্দির সংক্রান্ত এই দুটি প্রস্তাবই শুধু অনুমোদিতই হয়নি, বুধবার রাতেই মুখ্যমন্ত্রী তাঁর মন্ত্রিসভার সঙ্গে পুরী পৌঁছান। বৃহস্পতিবার সকালে তাঁর উপস্থিতিতে মন্দিরের চারটি দরজা খুলে দেওয়া হয়।
উল্লেখ্য, ওড়িশায় বিজেপির নির্বাচনী ইস্তেহারের অন্যতম ছিল পুরীর মন্দিরের চারটি দরজা খুলে দেওয়া। করোনাকালের সময় বিজেডি সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে মন্দিরের একটি মাত্র দরজা খোলা থাকবে। করোনা সংক্রমণ শেষ হওয়ার পরও একই সিদ্ধান্ত জারি রাখা হয়। মন্দিরের মূল প্রবেশদ্বার বাদে বাকি দরজাগুলি বন্ধ ছিল এতদিন।