বৃহস্পতির দুপুরে কলকাতা ও আশেপাশের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি

কলকাতা: বৃহস্পতিবার দুপুরে বজ্রবিদ্যুৎ-সহ ব্যাপক ঝড়-বৃষ্টি। কলকাতা-সহ বিভিন্ন জেলায় আকাশ কালো করে ছিল সকাল থেকেই । এর পর দুপুর গড়াতেই কলকাতা ও আশেপাশের জেলায় ঝড়-বৃষ্টি শুরু হয়ে যায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বইবে।

আজ সকাল থেকেই বেশিরভাগ জেলাতে মেঘলা আকাশ। দু-এক জায়গায় আংশিক মেঘলা আকাশ। আর বেলা বাড়তেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলেও জানিয়েছিল হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাআস, আপাতত আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বৃদ্ধি পেতে পারে শুক্রবার। ওই দিন আবার কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে।

Related posts

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের

দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি, জারি কমলা সতর্কতা

প্রধানমন্ত্রীর সভার পরেই খড়গপুরে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক বিজেপি নেতা!