তাসের ঘরের মতো ভেঙে পড়ল নির্মীয়মান সেতু, চাঞ্চল্যকর ঘটনা বিহারে

গঙ্গার উপর একটি নির্মীয়মান চার লেনের সেতু তাসের ঘরের মতো ভেঙে পড়ে রবিবার সন্ধ্যায়। বিহারের ভাগলপুরের এই চাঞ্চল্যকর ঘটনায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ঘটনায় প্রকাশ, ২০১৪ সালে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার উদ্বোধন করেছিলেন সেতুটি। যা সুলতানগঞ্জ এবং খাগরিয়া জেলাকে সংযুক্ত করেছে। সেতুটি ভেঙে পড়ার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দোষী আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে জানিয়েছেন তিনি।

ভিডিয়োয় দেখা যায়, নির্মীয়মাণ সেতুটি আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। প্রথমে একটি অংশ ভেঙে পড়ে, কয়েক সেকেন্ড পর গোটা সেতুটিই ভেঙে গঙ্গায় তলিয়ে যায়। নির্মীয়মাণ সেতুর তিনটি পিলার ভেঙে এত বড় বিপর্যয় ঘটে গেল বলে মনে করা হচ্ছে। সেতু ভেঙে পড়ার সময় গঙ্গার পাড়ে মানুষজন ছিলেন। তাঁরাই বিপর্যয়ের মুহূর্তকে ক্যামেরাবন্দি করেছেন। আর সেই ভিডিও ভাইরাল।

যদিও এবারই প্রথম নয়, এর আগেও নির্মীয়মাণ এই সেতুটি ভেঙে পড়েছিল গত বছর। পুনরায় কাজ শুরুর পর ফের বিপর্যয়।

Related posts

‘যখন ভোটবাক্স খুলবে, সর্ষেফুল দেখবেন বিজেপির নেতারা’, কৃষ্ণনগর থেকে কটাক্ষ অভিষেকের

জম্মু ও কাশ্মীরে কনভয়ে জঙ্গি হামলা, নিহত বায়ুসেনার জওয়ান, আহত ৫

তাপপ্রবাহ থেকে মুক্তি! ঝড়বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে