নয়াদিল্লি: ২০৩৪ সালের মধ্যে কেন্দ্র এবং রাজ্যগুলিতে একত্রে নির্বাচন চালু করার জন্য সংবিধান সংশোধনী বিলটি শুক্রবার পাঠানো হল যৌথ সংসদীয় কমিটিতে। বিতর্কের মধ্যেই বিলটি ৩৯ জন সদস্যের একটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে।
লোকসভায় বিল নিয়ে আলোচনা শুরু হওয়ার আগেই উত্তেজনা ছড়ায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের “আম্বেদকর ইজ দ্য ফ্যাশন” মন্তব্যকে কেন্দ্র করে কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র সংঘাত বেঁধে যায়। কংগ্রেসের প্রতিবাদের পাল্টা হিসেবে বিজেপি সদস্যরাও ময়দানে নেমেছেন।
বিলটি পাস হলে ২০৩৪ সালের মধ্যে কেন্দ্রীয় এবং রাজ্য স্তরে একযোগে নির্বাচন করার ব্যবস্থা করা হবে। কেন্দ্রের শাসক দল বিজেপির দাবি, প্রস্তাব দেশের নির্বাচন ব্যবস্থাকে আরও সুষ্ঠু ও মসৃণ করার উদ্দেশ্যে করা হয়েছে। তবে, এই বিষয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে মতবিরোধ স্পষ্ট।
এখন যৌথ সংসদীয় কমিটি বিলটির বিস্তারিত আলোচনা করবে এবং তাদের প্রতিবেদন জমা দেবে। বিলটি বাস্তবায়ন করার আগে সংসদে আরও আলোচনা এবং বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে।