প্রথম পাতা খবর দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা ফের চার হাজার ছাড়াল, ২৪ ঘণ্টায় সুস্থ ৩ লাখ ৫৭ হাজার ২৯৫

দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা ফের চার হাজার ছাড়াল, ২৪ ঘণ্টায় সুস্থ ৩ লাখ ৫৭ হাজার ২৯৫

128 views
A+A-
Reset

ডেস্ক: ওঠানামা করছে করোনার গ্রাফ। দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা ফের চার হাজার ছাড়াল।  তবে কমল দৈনিক আক্রান্তের সংখ্যা।  আক্রান্তের সংখ্যা সাময়িক স্বস্তির বার্তা দিলেও, কপালে ভাঁজ ফেলছে মৃতের সংখ্যা। 


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী,  গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ৫৯১ জন।  দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬০ লক্ষ ৩১ হাজার ৯৯১। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ২০৯ জনের।  এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৯১ হাজার ৩৩১। 


গত ২৪ ঘণ্টায় দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩০ লক্ষ ২৭ হাজার ৯২৫, যা গতকালের তুলনায় কম।   গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ২৯৫ জন। দেশে এখনও পর্যন্ত করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ২৭ লক্ষ ১২ হাজার ৭৩৫ জন।  

আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের আয়োজন নিয়ে বৈঠকে বসছে বিসিসিআই

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত মোট ১৯.১৮ কোটি মানুষের টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দেশে একাধিক রাজ্যে লকডাউন ও টিকা কর্মসূচি অনেকটা এগিয়ে যাওয়ায় আক্রান্তের সংখ্যা কমছে। 

অপরদিকে দেশজুড়ে করোনা মহামারীর মাঝে থাবা বসিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। বুধবার পর্যন্ত ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৫০০ জন। মারা গিয়েছেন ১২৬ জন। শুধুমাত্র মহারাষ্ট্রে মারা গিয়েছেন ৯০ জন। মহারাষ্ট্রের পর সবথেকে বেশি আক্রান্ত হয়েছে হরিয়ানা। সেখানে এই নতুন সংক্রমণের কারণে ১৪ জন মারা গিয়েছেন। উত্তর প্রদেশে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তারা সকলেই লখনউয়ের বাসিন্দা। পাশাপাশি ঝাড়খণ্ডে চারজন এই সংক্রমণের বলি হয়েছে। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.