Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
পঞ্চায়েত ভোটেও চাই কেন্দ্রীয় বাহিনী, দাবি বিজেপি বৈঠকে - NewsOnly24

পঞ্চায়েত ভোটেও চাই কেন্দ্রীয় বাহিনী, দাবি বিজেপি বৈঠকে

কলকাতা: পঞ্চায়েত ও লোকসভা ভোটের রূপরেখা ঠিক করতে বঙ্গ বিজেপির দু’দিনের সাংগঠনিক বৈঠক। সেখানেই পঞ্চায়েত ভোটেও কেন্দ্রীয় বাহিনীর দাবি করেছেন বিজেপির বিধায়করা। কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছে বিজেপি বিধায়কদের দাবি, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়টি নিশ্চিত করতে এখন থেকেই উদ্যোগ নেওয়া হোক।

রবিবার আইসিসিআরে অনুষ্ঠিত হয় বঙ্গ বিজেপির প্রথমদিনের সাংগঠনিক বৈঠক। সেখানে তিন পর্যবেক্ষক সুনীল বনসল, মঙ্গল পান্ডে, আশা লাকড়া, অমিত মালব্য ছাড়াও উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা। ছিলেন সতীশ ধনদ, লকেট চট্টোপাধ্যায়, অমিতাভ চক্রবর্তীরা। প্রথমে রাজ্য পদাধিকারীদের সঙ্গে ও পরে বিধায়কদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা।

আসন্ন নির্বাচনগুলিতে প্রস্তুতি কী ভাবে নেওয়া হবে, এটাই ছিল বৈঠকে মূল আলোচ্য বিষয়। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলের বিধায়কদের একগুচ্ছ নির্দেশ দিয়েছেন বিজেপির পর্যবেক্ষকরা। তাঁদের কড়া নির্দেশ, দল থেকে বিধায়করা বিচ্ছিন্ন হলে চলবে না। সমন্বয় রেখে কাজ করার বার্তার বিধায়কদের দিয়েছেন পর্যবেক্ষকরা।

মিডিয়া রিপোর্টে প্রকাশ, ওই বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছে শুভেন্দুর আর্জি, পঞ্চয়েত ভোটে বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা যেন করা যায়।

তবে পঞ্চায়েত ভোট পরিচালনা করার দায়িত্ব রাজ্য সরকারেরই। সেই জায়গায় এ ধরনের আবেদন যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন: আবারও নিম্নচাপ, মঙ্গলবার থেকেই ভারী বৃষ্টি এই জেলাগুলিতে

Related posts

৬ মাসে ৯০ লক্ষ ভক্ত, দৈনিক আয় ৪ লক্ষ—জগন্নাথ মন্দির দিঘাকে তীর্থস্থানে পরিণত করেছে

মরশুমের শুরুতেই আবারও বাঘের দেখা! পীরখালিতে একদিনে দুই রয়্যাল বেঙ্গল টাইগার দেখলেন পর্যটকরা

ডিসেম্বরে মোদির সম্ভাব্য বঙ্গ সফর, শেষ সপ্তাহে আসতে পারেন অমিত শাহ—বিধানসভা ভোটের আগে চূড়ান্ত তোড়জোড় বিজেপির