নিউ গড়িয়াগামী মেট্রোর রেকে ধোঁয়া, কিছুক্ষণের জন্য ব্যাহত পরিষেবা

কলকাতা: শুক্রবার দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়াগামী মেট্রোয় আগুন-আতঙ্ক। জানা যায়, ধোঁয়া বেরতে দেখেন যাত্রীরা। রবীন্দ্রসদন স্টেশনে এই ঘটনা নজরে আসার পর যাত্রী সুরক্ষায় তাঁদের মেট্রো থেকে নামিয়ে দেওয়া হয়।

মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, এ দিন দুপুর ১২টা ১৫ মিনিট নাগাদ আচমকাই মেট্রো রেকটিতে ধোঁয়া বেরতে দেখা যায়। সঙ্গে সঙ্গেই যাত্রী নামিয়ে খালি করা হল মেট্রোর রেক। পরীক্ষা করে দেখা হয় কী কারণে ধোঁয়া বেরোচ্ছিল। মেট্রোটিকে নিউ গড়িয়া কারশেডের লক্ষ্যে পাঠানো হয়। ওই মেট্রোয় আর যাত্রীদের উঠতে দেওয়া হয়নি। তবে এখনও পর্যন্ত ধোঁয়া বের হওয়ার কারণ জানা যায়নি।

আচমকা এই ধটনার জেরে কিছুক্ষণের জন্য ব্যাহত হয় ডাউন লাইনে মেট্রো চলাচল। ফলে বিভিন্ন স্টেশনগুলিতে যাত্রীদের ভিড়ও হয়। পাশাপাশি ছড়িয়ে পড়ে আতঙ্ক। মেট্রো কর্তৃপক্ষের ঘোষণা, আতঙ্কিত হওয়ার কারণ নেই।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে