টানা ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়

টানা ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল ইডি। সূত্রের খবর তাঁকে সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়ে আবারও জেরা করা হতে পারে।
শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হাজির হন ইডি আধিকারিকেরা। দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ চলে। রাত ১০.৪০ মিনিট নাগাদ প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে হাজির হন আরও কয়েকজন ইডি আধিকারিক। তাঁর বাড়িতে কালো টি শার্ট পরা পুলিশ ঘিরে ফেলে। ছিল কেন্দ্রীয় বাহিনীও।

শনিবার সকালে জিজ্ঞাসাবাদ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন পার্থ। দু’জন চিকিৎসকেও তাঁর বাড়িতে ঢুকতে দেখা যায়। এর আগে শুক্রবার পার্থর আইনজীবী অনিন্দ্য রাউত আসেন তাঁর বাড়িতে।

সূত্রে খবর, একাধিক প্রশ্নের সদুত্তর দিতে পারেননি পার্থ তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে। শিল্পমন্ত্রীর গ্রেফতারির পর তাঁর বাড়ি থেকে বেরিয়ে আসেন পার্থর আইনজীবী অনিন্দ্য রাউত। তিনিই বলেন, ’’পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। আমরা আশা করি আজই তাঁকে আদালতে পেশ করা হবে।’’

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক