চলন্ত বন্দে ভারতে উঠতে গিয়ে বিপত্তি, হাওড়া স্টেশনে অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রী

হাওড়া: চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনা। মঙ্গলবার সকালে দৌড়ে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসে উঠতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন এক যাত্রী।

চলন্ত ট্রেনে ওঠার সময় ওই যাত্রীর পা পিছলে যায়। পড়ে গিয়ে তাঁর একটি পা ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝখানে আটকে যায়। ট্রেনের চাকা যত গড়াতে থাকে, ততই নীচের দিকে নেমে যেতে থাকে ওই যাত্রী। আরেকটু হলেই ট্রেনের চাকায় ছিন্নভিন্ন হয়ে যেতে পারত গোটা শরীর। সেই সময়ই স্টেশনে কর্তব্যরত আরপিএফ কর্মী এসে ওই যাত্রীকে টেনে তোলেন।

ঘটনায় প্রকাশ, হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ২১ নম্বর প্লাটফর্ম থেকে উচ্চগতির বন্দে ভারত ট্রেন তখন সবেমাত্র স্টেশন ছেড়েছে, আর লাগেজ কাঁধে সেই চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন এক ব্যক্তি। কর্তব্যরত আরপিএফ অফিসার যদি দৃশ্যটা ঠিক সময় দেখতে না পেতেন, তাহলে মৃত্যু পর্যন্ত হতে পারত ওই ব্যক্তির। তবে অফিসারের সতর্কতায় অল্পের জন্য রক্ষা পান ওই যাত্রী।

জানা গিয়েছে, সামান্য আঘাত পেয়েছেন ওই ব্যক্তি। তাঁকে হাওড়া জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে আরপিএফ। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।

Related posts

চতুর্থ দফায় বিকাল ৫টা পর্যন্ত রাজ্যের ৮ কেন্দ্রে গড় ভোট ৭৫.৬৬ শতাংশ

ভোটের ডিউটিতে এসে হৃদরোগে আক্রান্ত, বীরভূমে মৃত জওয়ান

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত, ছেলেদের তুলনায় অনেকটাই এগিয়ে মেয়েরা