সোপিয়ানে গুলির লড়াই, নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযানে নিকেশ ২ জঙ্গি

জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলার আলশিপোরায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে চলমান গুলির লড়াইয়ে দুই জঙ্গির মৃত্য়ুর খবর পাওয়া গিয়েছে।

ভারতীয় নিরাপত্তা বাহিনী ও পুলিশ পূর্ণ শক্তি নিয়ে জঙ্গিদের মোকাবিলা করছে। সোশ্যাল সাইট এক্স-এ একটি পোস্টে কাশ্মীর পুলিশ জোন জানিয়েছে যে শোপিয়ানের আলশিপোরা এলাকায় একটি এনকাউন্টার চলছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী নিজেদের অবস্থান বজায় রেখেছে।

অন্য একটি আপডেটে বলা হয়েছে, “দুই জঙ্গি নিহত হয়েছে। তল্লাশি অভিযান চলছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে”। জানা গিয়েছে, মৃত জঙ্গিরা হল এলইটি-র মরিফাত মকবুল এবং জাজিম ফারুক ওরফে আবরার। কাশ্মীরের এডিজিপি বিজয় কুমার জানান, আবরার কাশ্মীরি পণ্ডি সঞ্জয় শর্মা হত্যার সঙ্গে জড়িত ছিল।

ঘটনায় প্রকাশ, জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী আলশিপোরা এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করার পর এনকাউন্টার শুরু হয়।

Related posts

আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তীব্র তাপপ্রবাহের সতর্কতা

আজ রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা, বিশেষ ট্রেন ও মেট্রো পরিষেবা

প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সোমবার শুনানি সুপ্রিম কোর্টে