মন্দিরের চূড়ায় ধাক্কা বিমানের, মধ্যপ্রদেশে মৃত পাইলট

মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে ৪০০ কিলোমিটার দূরে রেওয়া জেলায় মন্দিরের চূড়ায় ধাক্কা লেগে ভেঙে পড়ল প্রশিক্ষণরত বিমান। এই ঘটনায় মৃত্যু হয়েছে বিমানের পাইলটের।

মধ্যপ্রদেশে পুলিশ সূত্রে খবর, প্রশিক্ষণরত পাইলট ওই বিমানটি নিয়ে বেরিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন আরও এক ব্যক্তি। মাঝ আকাশে আচমকাই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা মাটির দিকে নেমে আসতে শুরু করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই সময় বিমানটি সোজা গোত্তা খেয়ে মন্দিরের চূড়ায় ধাক্কা মারে। এর পরই আছড়ে পড়ে মাটিতে। সঙ্গে সঙ্গে বিমানে আগুন ধরে যায়।

চিকিৎসার জন্য আহতদের সঞ্জয় গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পাইলটের মৃত্যু হয়। সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন দুর্ঘটনায় গুরুতর জখম বিমানে থাকা আরেক ব্যক্তিও।

কর্তৃপক্ষ জানিয়েছেন, ক্যাপ্টেন বিশাল যাদব (৩০) দুর্ঘটনায় নিহত হন এবং প্রশিক্ষণরত পাইলট অংশুল যাদব আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধারকাজ শুরু করে দেয়। ঘটনাস্থলে পৌঁছোন রেওয়ার জেলাশাসক মনোজ পুষ্প এবং পুলিশ সুপার নবনীত ভাসিন। দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক