ব্রাজিলের অ্যামাজনে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, জীবিত নেই কেউ

রিও ডি জেনেরিও: জনপ্রিয় পর্যটন শহর বার্সেলোসে ঝড়ো আবহাওয়ায় অবতরণের চেষ্টা করার সময় ব্রাজিলের অ্যামাজনে ভেঙে পড়ে এক যাত্রীবাহী বিমান। শনিবারের ওই মর্মান্তিক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ছোটো ওই বিমানটি ভারী বৃষ্টির মধ্যে শহরের দিকে আসছিল। দৃশ্যমানতা কম ছিল এবং অনবধানতাবশত রানওয়ের মাঝখানে অবতরণের চেষ্টা করেন পাইলট। অ্যামাজন স্টেটের নিরাপত্তা সচিব ভিনিসিয়াস আলমেদা সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, বিমানে ক্রু সহ মোট ১৪ জন ছিলেন। দুর্ঘটনায় সকলেরই মৃত্যু হয়েছে।

মানাউস অ্যারোটাক্সি নামক উড়ান সংস্থা, যাদের বিমানটি ভেঙে পড়ে, তাদের তরফেও বিবৃতি জারি করে জানানো হয়, মাঝ আকাশে কোনও কারণে দুর্ঘটনা ঘটে। কী কারণে বিমানটি ভেঙে পড়ল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

অ্যামাজন রাজ্য সরকার এক বিবৃতিতে বলেছে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, যাত্রীদের সকলেই ব্রাজিলিয়ান। সবাই পুরুষ, কোনো মহিলা ছিলেন না। বিমানযাত্রীরা মাছ ধরা প্রতিযোগিতার জন্য এই অঞ্চলে ভ্রমণ করছিলেন।

Related posts

অবশেষে দেখা গেল বৃষ্টির সম্ভাবনা! কবে থেকে?

সাতসকালে বড়বাজারে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, আজ শুনানি সুপ্রিম কোর্টে