ফিফা বিশ্বকাপের মতো প্রতিযোগিতার আয়োজন করবে ভারত, নিশ্চিত করলেন প্রধানমন্ত্রী মোদী

রবিবার ফুটবল বিশ্বকাপের ফাইনালের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও ফিরে এল খেলার প্রসঙ্গ। এ দিন মেঘালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেই জনসভাতেই বক্তৃতা করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত একদিন ফিফা বিশ্বকাপের মতো অনুষ্ঠানের আয়োজন করবে।

উত্তর-পূর্ব কাউন্সিলের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মেঘালয়ের রাজধানী শিলংয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। রবিবার সেখানকার একটি ফুটবল মাঠে জনসভা করেন তিনি। ওই জনসভায় প্রধানমন্ত্রী বলেন, “আজ যখন ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হতে চলেছে, তখন শিলংয়ের ফুটবল মাঠে ফুটবল ভক্তদের মাঝে সমাবেশ করছি আমি। এটা একটা সমাপতন। সেখানে (কাতার) ফুটবলের প্রতিযোগিতা হচ্ছে। আর এখানে উন্নয়নের প্রতিযোগিতা চলছে”।

একই সঙ্গে তিনি বলেন,”নিশ্চয়তার সঙ্গে বলছি যে, ফিফা বিশ্বকাপের মতো প্রতিযোগিতার আয়োজন করবে ভারত। তেরঙ্গার জন্য উল্লাস করব তখন”। বিজেপির তরফ থেকেও প্রধানমন্ত্রীর এই বক্তব্য টুইট করা হয়েছে।

আরও পড়ুন: আজ ফাইনালে মুখোমুখি ফ্রান্স-আর্জেন্তিনা, জানুন চমকপ্রদ কিছু তথ্য

Related posts

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের

দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি, জারি কমলা সতর্কতা