আজ কৃষ্ণনগরে সভা প্রধানমন্ত্রী মোদীর

কলকাতা: বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’দিনের সফরের প্রথম দিনে আরামবাগে সভা করছেন তিনি। সভার মঞ্চ থেকে শাসকদলকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী মোদী। এর মধ্যে অন্যতম বিষয় ছিল সন্দেশখালি প্রসঙ্গ। আজ, শনিবার কৃষ্ণনগরে সভা করার কথা রয়েছে তাঁর।

শুক্রবার আরামবাগের সভা একাধিকবার সন্দেশখালি ইস্যুটি প্রধানমন্ত্রীর মুখে ফিরেছে। এদিকে যখন সন্দেশখালি-সহ দুর্নীতি ইস্যুতে মোদীর নিশানায় যখন বারবার এসে পড়ে শাসকদল, ঠিক এই আবহেই মোদীর সঙ্গে রাজভবনে সাক্ষাৎ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী এ দিনের সাক্ষাৎকে এক সৌজন্য সাক্ষাৎ হিসেবেই ব্যাখ্যা করেন।

রাতে রাজভবনেই ছিলেন প্রধানমন্ত্রী। এ দিন কৃষ্ণনগরে সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ২২ হাজার কোটির প্রকল্পের শিলান্যাস করবেন তিনি।

জানা গিয়েছে, সকাল সাড়ে ১০টায় সভাস্থলে পৌঁছাবেন তিনি। সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। তারপরে সকাল সওয়া ১১টা থেকে ১২টা পর্যন্ত জনসভা করবেন কৃষ্ণনগরে। জনসভা সেরে ১২টা ৫৫ মিনিটে পানাগড় বিমানবন্দর থেকে বিহারে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Related posts

বাড়ছে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন কয়েকটি জেলায়

রচনার সমর্থনে আজ নির্বাচনী জনসভায় মমতা

‘প্রধানমন্ত্রী মোদী মিথ্যা বলছেন, প্রতিটা ভোটে হিন্দু-মুসলমান করে বিজেপি’, তোপ প্রিয়ঙ্কা গান্ধীর