গুসকরা রোড যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ পুলিশের গাড়ির, মৃত ১, আহত ৩

ব্রিজে ওঠার মুখেই মুখোমুখি সংঘর্ষ যাত্রীবাহী বাসের সঙ্গে পুলিশের গাড়ির। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে পুলিশের গাড়ির চালকের। আহত পুলিশের এক এএসআই, কনস্টেবল ও সিভিক ভলেন্টিয়ার।

সোমবার সকালে পূর্ব বর্ধমানের আউসগ্রাম থানার ইলামবাজার গুসকরা রোডের বাগড়াই ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, সোমবার ভোর পাঁচটা নাগাদ পুলিশের গাড়িটি ব্রিজের নীচ থেকে উঠছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাসটির গতিবেগ স্বাভাবিকের থেকে বেশি ছিল। সামনে পুলিশের গাড়ি চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসের চালক। পুলিশের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

আহত পুলিশ কর্মীদের মধ্যে এক জন এএসআই এবং বাকি দু’জন কনস্টেবল ও সিভিক ভলেন্টিয়ার পদে কর্তব্যরত। তিন আহতের নাম কমলেশ সিংহ, শ্রীকান্ত সিনহা এবং আশিস প্রামাণিক। তাঁদের মাথায় ও ঘাড়ে গুরুতর চোট লেগেছে। মৃত গাড়ি চালকের নাম বিশ্বনাথ মুর্মু।

আহতদের উদ্ধার করে বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে বামচাঁদাইপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Related posts

দেশের ৪৯টি আসনে ভোটের হার ৬০.০৯ শতাংশ, পশ্চিমবঙ্গের সাতটি আসনে ৭৪.৬৫ শতাংশ

বিজেপির বিজ্ঞাপনে হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ

বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ