অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করেছিল ভারত। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দু-ম্যাচ জিতে এগিয়ে ছিল ভারত। তৃতীয় ম্যাচে হার। চতুর্থ ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করে ভারত। রবিবার বেঙ্গালুরুতে পঞ্চম তথা শেষ ম্য়াচেও রুদ্ধশ্বাস জয় ভারতের।
টস হেরে প্রথমে ব্যাট করতে হয় ভারতকে। বড় শট খেলার চেষ্টায় দ্রুত তিন উইকেট হারায় ভারত। রিঙ্কু সিং ক্রিজে নামতেই উচ্ছ্বাস গ্যালারিতে। যদিও তাঁর ইনিংস দীর্ঘ হল না (৬)। ভারতীয় শিবিরে ক্রমশ চিন্তা বাড়তে থাকে। শ্রেয়স আইয়ারের হাফসেঞ্চুরি এবং অক্ষর প্যাটেলের দায়িত্বশীল ইনিংসের সৌজন্যে অজিদের ১৬১ রানের লক্ষ্য দেয় ভারত।
মাত্র ১৬০ রানের পুঁজি নিয়ে বারবার চাপে পড়েছে ভারত। বোলাররা ম্যাচের রং বদলেছেন। ১৭তম ওভারে মুকেশ কুমারের জোড়া উইকেট ভারতকে ফের ম্যাচে ফেরায়। শেষ ওভারে জয়ের নায়ক অর্শদীপ সিং। ৯ রান ডিফেন্ড করতে হত। শেষ ওভারে ৩ রান দিয়ে ১ উইকেট নেন। অনবদ্য বোলিং অক্ষর প্যাটেল-রবি বিষ্ণোই স্পিন জুটির।
শেষ ওভারে অজিদের লক্ষ্য দাঁড়ায় ১০ রান। প্রথম তিন ওভারে ৩৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন অর্শদীপ। ৯ রান ডিফেন্ড করতে হত তাঁকে। উল্টোদিকে ম্যাথিউ ওয়েড। প্রথম ডেলিভারি শর্ট পিচ। ওয়াইড না দেওয়ায় আম্পায়ারিং ক্ষুব্ধ ওয়েড। পরের বলটি ডট। তৃতীয় বলেই ওয়েডের উইকেট। সিরিজে প্রথম বার আউট হলেন অজি অধিনায়ক। শেষ ওভারে তিন রান দিয়ে ১ উইকেট। মাত্র ৬ রানে জয়।