মঙ্গলবারেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়

কলকাতা: সোমবার বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দেখেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। সঙ্গে ছিল দমকা হাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবারেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়।

এ দিন সকাল থেকেই ভ্যাপসা গরম। পাশাপাশি লুকোচুরি খেলছে সূর্য। বিক্ষিপ্ত ভাবে আংশিক মেঘলা আকাশ। সোমবারের পর মঙ্গলবারও কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। উত্তরের সব জেলাতেই বৃষ্টি হতে পারে। অন্য দিকে, দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস বলছে, মঙ্গলবার  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও নদিয়া জেলার কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। এমনকী কলকাতায় মঙ্গলবার বৃষ্টি হবে কি না, তা এখনও নিশ্চিত নয় হাওয়া অফিস।

এর পর বুধবার  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। এ দিন সবকটি জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ১৮ তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন