‘রামমন্দির উদ্বোধন উদ্‌যাপনে বাধা তামিলনাড়ুতে’, গুরুতর অভিযোগ নির্মলা সীতারমনের

নয়াদিল্লি: সোমবার (২২ জানুয়ারি, ২০২৪) অযোধ্যায় রামমন্দির উদ্বোধন। সেই অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং দেখা যাবে সারা দেশে। এরই মধ্যে একটি সংবাদ পত্রের খবরে প্রকাশ, তামিলনাড়ুতে লাইভ স্ট্রিমিংয়ের উপর ‘নিষেধাজ্ঞা’ জারি করা হয়েছে। তামিলনাড়ু সরকারের সেই সিদ্ধান্তেরই তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

একটি তামিল সংবাদপত্রের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে, রবিবার নির্মলা সীতারমন বলেছেন, তামিলনাড়ু সরকার দ্বারা পরিচালিত মন্দিরগুলিতে অযোধ্যার রামমন্দিরের ভগবান রামের পূজো দেখানো নিষিদ্ধ করেছে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর অভিযোগ, “হিন্দু ধর্মীয় ও দাতব্য ব্যবস্থাপনা বিভাগ (HR&CE) দ্বারা পরিচালিত মন্দিরগুলিতে শ্রী রামের নামে কোনও পূজা/ভজন/প্রসাদ/অন্নদান অনুমোদিত নয়। ব্যক্তিগতভাবে পরিচালিত মন্দিরগুলোতেও অনুষ্ঠান আয়োজনে বাধা দিচ্ছে পুলিশ। তারা আয়োজকদের প্যান্ডেল ভাঙার হুমকি দিচ্ছে”।

অন্য় দিকে, এই অভিযোগের জবাবে তামিলনাড়ুর মন্ত্রী পি কে শেখর বাবু বলেছেন যে এই ধরনের কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি বা ভগবান রামের পূজার আয়োজনে কোনও ধরনের নিষেধাজ্ঞাও নেই। খাদ্য ও প্রসাদ বিতরণেও কোনো নিষেধাজ্ঞা নেই বলেও জানান তিনি।

Related posts

বিজেপি ক্ষমতায় ফিরলে মমতা, স্তালিন, তেজস্বীদের জেলে পাঠাবে, বিস্ফোরক কেজরিওয়াল

মা, স্ত্রী, সন্তান-সহ ৫ জনকে খুন করে উত্তরপ্রদেশে আত্মঘাতী এক ব্যক্তি

সুপ্রিম কোর্টে জামিন পাওয়ার পর আজ কেজরিওয়ালের প্রথম রোড শো, হনুমান মন্দিরে পুজো দিয়ে শুরু ভোটপ্রচার