আফগানিস্তানে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, বিবৃতি ভারতের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের

আফগানিস্তানে ভেঙে পড়ল বিমান। প্রতীকী ছবি

কাবুল: রবিবার সাতসকালে আফগানিস্তানে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। আফগান সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মস্কোগামী বিমানটি তার আসল রুট থেকে বিচ্যুত হয়ে বদখশান প্রদেশের জেবাক জেলার একটি পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে।

ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু হয়েছে বলে জানিয়েছে তালিবান সরকার। কী করে দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত হতাহতের সংখ্যা জানা যায়নি।

বদখশানের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান জাবিহুল্লাহ আমিরি জানান, যাত্রীবাহী বিমানটি বদখশান প্রদেশের কোরান-মুঞ্জান ও জেবাক জেলার তোপখানা পাহাড়ে ভেঙে পড়ে। তিনি আরও বলেন, তদন্তের জন্য একটি টিম ওই এলাকায় পাঠানো হয়েছে।

প্রথমে শোনা গিয়েছিল, বিমানটি ভারত থেকে মস্কো যাচ্ছিল এবং সেটি ভারতীয় বিমান। এ নিয়ে ভারতের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ করে বলে হয়, ‘আফগানিস্তানে দুর্ভাগ্যজনক ভাবে একটি বিমান ভেঙে পড়েছে। কিন্তু সেটি ভারতীয় বিমান নয়। মরোক্কোর বিমান হিসেবে নথিভুক্ত রয়েছে ছোট আকারের ওই বিমানটি। আরও তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে’।

Related posts

আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তীব্র তাপপ্রবাহের সতর্কতা

আজ রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা, বিশেষ ট্রেন ও মেট্রো পরিষেবা

প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সোমবার শুনানি সুপ্রিম কোর্টে