মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হলেন খোদ রেশন ডিলাররা

ডেস্ক: চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে চালু হতে চলেছে দুয়ারে রেশন প্রকল্প। পাইলট প্রজেক্ট হিসাবেই দুয়ারে রেশন প্রকল্প কাজ শুরু করছে রাজ্য সরকার।  কিন্তু শুরুতে ধাক্কা খেল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, সেই প্রকল্পকেই চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হলেন খোদ রেশন ডিলারদের একাংশ। দুয়ারে রেশন দেওয়ার বিরুদ্ধেই সরব হয়ে এই মামলা দায়ের করা হয়েছে।


বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ডিলাররা জানিয়েছেন, বাড়ি বাড়ি গিয়ে রেশন (Raion) দেওয়া আইন বিরুদ্ধ। সেই পরিকাঠামো তাঁদের নেই। রেশন প্রাপক দোকানে এসে রেশন নেবেন এটাই নিয়ম। বাড়ি বাড়ি রেশন পৌঁছনোর  জন্য ডিলারদেরই গাড়ি, প্রচার এবং সংরক্ষণের খরচ বহন করতে হবে বলে জানিয়ে সরকার। কিন্তু এই বিপুল খরচ তারা বহন করতে অপারগ বলে দাবি ডিলারদের। 

আরও পড়ুন: পারিবারিক পেনশন নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের


অন্যদিকে, রাজ্যের পক্ষ থেকে আদালতকে পালটা জানানো হয়েছে, রেশন প্রাপকের সুবিধার্থের কথা মাথায় রেখে সরকার আইন সংস্কার করতে পারেন। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রাজ্য আরও জানায়, শুধু সেপ্টেম্বর মাসের জন্য এটা একটা পরীক্ষামূলক প্রকল্প। প্রকল্পের গ্রহণযোগ্যতা দেখে বাকি সিদ্ধান্ত পরে নেওয়া হবে।

Related posts

বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের