উচ্চ প্রাথমিকে নিয়োগে ফের ধাক্কা, ইন্টারভিউ চললেও শিক্ষক নিয়োগে ফের স্থগিতাদেশ

ডেস্ক: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে ফের ধাক্কা রাজ্যের।  ইন্টারভিউ চললেও শিক্ষক নিয়োগ নিয়ে ফের স্থগিতাদেশ হাইকোর্টের। আদালতের নির্দেশ ছাড়া আগামী ৩ মাস নিয়োগপত্র দেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চের নিয়োগে স্থগিতাদেশ প্রত্যাহারের রায়কে চ্যালেঞ্জ করে পালটা মামলা দায়ের হয়েছিল উচ্চতর বেঞ্চে। যদিও মঙ্গলবার নতুন করে নিয়োগে আর কোনও স্থগিতাদেশ আদালত দেয়নি।


 এ দিন হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আদালতের অনুমতি ছাড়া উচ্চপ্রাথমিকে নিয়োগপত্র দেওয়া যাবে না। তবে চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই। ইন্টারভিউ প্রক্রিয়া শেষে তথ্যভাণ্ডার প্রস্তুত করতে হবে। তাতে থাকবে প্রার্থীদের শিক্ষাগত যোগ্য, লিখিত ও ইন্টারভিউ নম্বর।     

আরও পড়ুন: মমতা’কে রুখতে নয়া রণকৌশল, ২১ জুলাই বিজেপির ‘মানবাধিকার দিবস’ পালন


একইভাবে যারা অনিয়মের অভিযোগে কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছেন, এবং যাদের শুনানি কমিশনের কাছে হবে, তাঁদের তথ্য ভাণ্ডারও একইভাবে তৈরি করতে হবে। এই দুই তথ্যভাণ্ডার আদালতেও জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন দুই বিচারপতি।

Related posts

দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি, জারি কমলা সতর্কতা

প্রধানমন্ত্রীর সভার পরেই খড়গপুরে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক বিজেপি নেতা!

আজ পঞ্চম দফায় রাজ্যের ৭ কেন্দ্রে ভোটগ্রহণ