রাজ্যে ফের বাড়ল বিধিনিষেধের সময়সীমা, এখনই গড়াছে না লোকাল ট্রেনের চাকা

ডেস্ক: রাজ্যে ফের বাড়ল বিধিনিষেধের সময়সীমা। বুধবার নবান্নের তরফে জানানো হল, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে করোনা বিধিনিষেধ জারি থাকবে। তবে এখনও লোকাল ট্রেন চালানোর অনুমতি দেওয়া হল না। জারি থাকবে রাত্রিকালীন বিধিনিষেধও। রাত ১১ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত গতিবিধিতে নিয়ন্ত্রণ থাকবে।শুধুমাত্র জরুরি পরিষেবা, আইন-শৃঙ্খলা এবং কৃষিকাজের সামগ্রী-সহ অন্যান্য জরুরি সামগ্রীর ক্ষেত্রে ছাড় থাকবে।

আরও পড়ুন: পরীক্ষামূলক প্রকল্প চালু করতে কোনও বাধা নেই, দুয়ারে রেশন প্রকল্পে হাইকোর্টে স্বস্তি রাজ্যের


এর আগে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে কোভিড বিধিনিষেধ জারি ছিল। আজ অর্থাৎ বুধবার রাজ্যের তরফে নির্দেশিকা জারি করে বাড়ানো হল বিধিনিষেধের সময়সীমা। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে জারি থাকবে নিষেধাজ্ঞা। রাত ১১ থেকে ৫ টা পর্যন্ত জারি থাকবে নাইট কারফিউ। এখনই খুলছে না স্কুল, কলেজ-সহ কোনও শিক্ষাপ্রতিষ্ঠান।তবে এদিনের নির্দেশিকায় লোকাল ট্রেনের (Local Train) কোনও উল্লেখ করা হয়নি। এতেই স্পষ্ট যে চলতি মাসেও চলবে না লোকাল ট্রেন। লোকাল ট্রেন পরিষেবা চালু না হলেও বর্তমানে স্টাফ স্পেশ্যাল ট্রেন চলছে।

Related posts

দেশের ৪৯টি আসনে ভোটের হার ৬০.০৯ শতাংশ, পশ্চিমবঙ্গের সাতটি আসনে ৭৪.৬৫ শতাংশ

বিজেপির বিজ্ঞাপনে হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ

বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ