কলকাতা: দীর্ঘ ৩৯ দিন ধরে চলা আন্দোলনের পর মঙ্গলবার জিবি বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন আন্দোলনকারী ডাক্তাররা। তারা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাঁচ দফা দাবি নিয়ে সোমবার আলোচনা হয়েছে, তবে সব দাবি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তাদের দাবি, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার উন্নতি নিয়ে আলোচনা এবং স্বাস্থ্য সচিবের ভূমিকা নিয়ে আরও আলোচনা প্রয়োজন।
আন্দোলনকারী ডাক্তাররা বলেন, “গত ৩৯ দিন ধরে এই আন্দোলন চলছে। আমাদের আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের চতুর্থ এবং পঞ্চম দফা দাবি এবং স্বাস্থ্য সচিবকে নিয়ে যে দাবি ছিল তা নিয়ে আরও আলোচনা করতে হবে। রাজ্য সরকারের সঙ্গে আবারও আলোচনার প্রয়োজন আছে।”
ডাক্তাররা আরও জানান, বুধবার সকালের মধ্যে রাজ্য সরকারের কাছে লিখিত দাবিপত্র পাঠানো হবে। “আমরা কাজে ফিরতে চাই এবং চাই দ্রুত এই অচলাবস্থা কাটুক,” বলেন তারা।
রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন এবং ছাত্র সংসদ গঠন নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়। ডাক্তারদের দাবি, গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের জন্য রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন এবং ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা হোক। তারা বলেন, “আরজি করের মতো ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, তার জন্য এই পদক্ষেপ নেওয়া অত্যন্ত প্রয়োজন।”
ডাক্তারদের এই দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা হয়, আন্দোলনকারীদের অধিকাংশ দাবি মেনে নেয় রাজ্য। তবে ডাক্তাররা আশা প্রকাশ করেন যে, আলোচনার মাধ্যমে বাকি সমাধান বের হবে এবং রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করা যাবে।