প্রতিবেদক এবং চিত্রগ্রাহক: সঞ্জয় হাজরা
আগামীকাল (বুধবার) কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়েন্ট এ এফ সি চ্যাম্পিয়ন লিগ ২-এর গ্রুপ এ- র ম্যাচে মুখোমুখি হতে চলেছে তাজাকিস্থানের ফুটবল ক্লাব রাভশানের বিরুদ্ধে। এই উপলক্ষে আজ কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গানে দুই দলের প্রধান কোচ তাদের খেলোয়াড়দের নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন।

রাভশানের হেড কোচ মামি নাজারজাহেদ মাসুদ এবং মুহাম্মাদজোন রহিমভ বললেন , ” আমরা মোহনবাগানের বিরুদ্ধে খেলার জন্য সমস্ত দিক থেকে প্রস্তুত। ”

অন্যদিকে মোহনবাগান সুপার জায়েন্ট এর হেড কোচ জোসে মোলিনা এবং দলের নির্ভরযোগ্য বিদেশী ডিফেন্ডার টম অলড্রেড জানালেন , ” আগামীকাল আমরা আমাদের সর্বশক্তি দিয়ে খেলতে নামবো। ম্যাচে হার-জিত আছেই কিন্তু আমরা জেতার জন্যই মাঠে নামব।”

আগামীকাল অর্থাৎ ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭:৩০ মিনিটে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হচ্ছে এই দুই দল।